Logo
×

Follow Us

দেশরঙ্গ

আমি তোর বাবা না, তোর বন্ধু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৬:০১

আমি তোর বাবা না, তোর বন্ধু

দেশরঙ্গ। প্রতীকী ছবি

বল্টু একবার মন খারাপ করে বসে আছে……….

ওর বাবা বললেন: “কী রে, মন খারাপ কেন??

বল্টু  কিছুতেই কিছু বলে না, একদম চুপ।

বাবা কাঁধে হাত রেখে বললেন: “আরে বল, মনে কর আমি তোর বাবা না, তোর বন্ধু।“

এবার বল্টু  মুখ খুলল: “ আরে বলিস না ভাই। গতকাল আমারটাকে নিয়া ঘুরতে গেছিলাম, তোরটা দেখে ফেলছে! তারপর কি মারটাই না মারল রে ভাই!”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫