সকাল বেলা ২০০ টাকার ফ্লেক্সি ভুল নাম্বারে চইলা গেলো.....!
ফোনের অবশিষ্ট ৮ টাকা ২০ পয়সা বরাদ্দ কল দিলাম ভুল শোধরানোর জন্য.......!
ফোন রিসিভ করল একজন সুকন্ঠী বালিকা। মনে হলো, ২০০ টাকার কষ্ট তখন লাখ টাকার লাভে পরিণত হওয়ার উপক্রম।
হাই হ্যালো এর পরে শুরুটা আমিই করলাম।
আমি: --- ভুলে চলে যাওয়া টাকাটা কি ফেরত পাওয়া যাবে...?? .
মেয়ে: --- ভুলে চলে যাওয়া জিনিসটা ভুলে গেলেই ভালো, তাইনা।
আমি: --- ভাবছিলাম ভুলেই যাবো, নিয়তি আপনার কাছেই নিয়ে যাবে জানা ছিলো না।
মেয়ে: --- (মৃদু হাসির সাথে) যদি ফেরত না দেই....??
আমি: --- তবে আপনাকে ঋণী রাখবো না,প্রতিদিন হাসি শোনানোর পরিবর্তে সুধটা মওকুফ করা যাবে।
মেয়ে: --- হাসির বিনিময়ে পুরো আসলটা মাফ করা যায় না...?
আমি: --- যদি হাসিটা চোখে দেখতে পেতাম, তবে না হয় আর্জি বিবেচনায় রাখতাম।
মেয়ে: --- ২০০ টাকার বিনিময়ে চাওয়াটা বেশী হয়ে যাচ্ছে না।
আমি: --- একটু আগে দু'শ টাকা ছিলো, হাসিটা শোনার পর থেকে ওটা লাখ টাকা পার হলো বলে।
মেয়ে: --- (হা হা হা) উফফফ, আপনি পারেন ও বটে। বড্ড ফাজিল তো আপনি
আমি: --- মনে হচ্ছে আপনি ব্যাস্ত, পরে কথা বলার জন্য আমার ফোন মেমরি খরচ করে নাম্বারটা সেভ করে রাখবো যদি অনুমতি দেন আর কি....!!!
মেয়ে: --- ও হো, আচ্ছা আমি আসলেই একটু ব্যাস্ত। বাচ্চা দুইটা কাঁদছে! নেন আমার হাজব্যান্ড এর সাথে কথা বলুন ২০০ টাকার ডিলটা সেই ক্লিয়ার করুক...
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh