কিন্তু আমার আব্বু এখনও আম্মুর সাথে ঘুমায়

টিচার: বল্টু মেয়েদের লজ্জাবেশি নাকি ছেলেদের বেশি?

বল্টু: ছেলেদের লজ্জা বেশি।

টিচার: কীভাবে?

বল্টু: স্যার, সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা পরে ফুল প্যান্ট।

টিচার: দাড়া শয়তান!

টিচার: বল্টু তুমি বড় নাকি তোমার আব্বু বড়?

বল্টু: আমি বড়।

টিচার: কীভাবে?

বল্টু: স্যার, আমি এখন আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু আমার আব্বু এখনও আম্মুর সাথে ঘুমায়।

টিচার: বেঁহুশ!

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //