Logo
×

Follow Us

দেশরঙ্গ

আবার কিসের টাকা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:০১

আবার কিসের টাকা?

দেশরঙ্গ। প্রতীকী ছবি

বল্টু: দোস্ত আমাকে ২০০০ টাকা ধার দিবি? ৭ দিন পরেই দিয়ে দিবো।

আবুল: এই নে ২০০০ টাকা।

বল্টু: টাকা হাতে পেয়ে, দোস্ত তুই আমার অনেক বড় উপকার করলি। তোর এই ঋণ কোনদিন শোধ করতে পারবোনা।

২ মাস হয়ে যায় বল্টু আর টাকা দেয় না...

আবুল: কিরে আমার টাকাটা তো দিলি না?

বল্টু: কিসের টাকা?

আবুল: এর মধ্যেই সব ভুলে গেলি? ২ মাস আগে ২০০০ টাকা নিয়েছিস।

বল্টু: তোকে না টাকা নেয়ার সময়েই বলছি তোর এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবোনা। আবার কিসের টাকা?

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫