Logo
×

Follow Us

দেশরঙ্গ

তিন বন্ধুর আজব স্বপ্ন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:৫৬

তিন বন্ধুর আজব স্বপ্ন

প্রতীকী ছবি।

তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে।
প্রথম বন্ধু: জানিস আমি স্বপ্নে দেখলাম, মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।
দ্বিতীয় বন্ধু: আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি।
তৃতীয় বন্ধু: আমি স্বপ্নে দেখলাম এতো কিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস আর মরবার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫