
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি
বহুদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে।
‘কীরে, কেমন আছিস?
‘আছি ভালোই। কিন্তু একটা ঝামেলায় পড়েছি। বান্ধবী আমাকে ছেড়ে চলে গেছে। ওকে ভুলতে পারছি না!’
‘ভুলতে চাস? কোনো সমস্যা নেই। অ্যালার্ম ক্লকে ঘণ্টির বদলে ওর কণ্ঠ বসিয়ে দে। দুদিনেই ভুলে যাবি!’