
স্বামী ও স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। ফাইল ছবি
স্বামী: জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে থালা-বাসন ছুড়ে মারে।
জজ: সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী: আগে থেকেই।
বিচারক: তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী: কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।