
বস ও স্টাফ। প্রতীকী ছবি
এক কর্মচারী বসের কাছে গেছেন ছুটি চাইতে—
কর্মচারী: স্যার, কয়েকদিনের ছুটি দরকার।
বস: এক শর্তে ছুটি দেওয়া হবে। আগে বলুন ‘কাট্টাপ্পা বাহুবলীকে কেন মেরেছে?’
কর্মচারী: স্যার, বাহুবলী হয়তো কাটাপ্পাকে ছুটি দেয়নি।
বস: কত দিনের ছুটি লাগবে?