
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি
দুই বন্ধু গিয়েছে শিকারে। এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করলো। ফিসফিস করে এক বন্ধু বললো অপরজনকে—
১ম বন্ধু: এই দেখেছিস এটা কিসের পায়ের ছাপ?
২য় বন্ধু: হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বাঘের।
১ম বন্ধু: আচ্ছা তাহলে তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল।
২য় বন্ধু: তুই তাহলে কি করবি?
১ম বন্ধু: আরে আমি পিছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এলো!