
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি
দুজন বন্ধু, এখন তারা বয়সের ভারে নয়ে পড়েছে। একদিন তারা সারাজীবন কী করেছে, কী পেয়েছে, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছে। এক বন্ধু অন্যজনকে বলছে—
১ম বন্ধু: আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইটির নাম কী?
২য় বন্ধু: কোনটা?
১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানেন।