
স্বামী ও স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। ফাইল ছবি
কোনো এক ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চূড়ান্ত ঝগড়া হয়েছে। একদম কথা বন্ধ। অথচ পরের দিন অফিসের কাজে ভোরে বের হতে হবে স্বামীর। কিন্তু তিনি ভোরে উঠতে পারেন না।
এদিকে স্ত্রীর সঙ্গে কথাও বলতে পারছেন না। অনেক ভেবে একটি উপায় বের করলেন স্বামী। স্ত্রী ঘুমিয়ে পড়ার পরে কাগজে লিখলেন, সকালে ডেকে দিও।
সেই কাগজ স্ত্রীর বালিশের পাশে রেখে শুয়ে পড়লেন। সকালে যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গেছে। স্ত্রীর উপরে চেঁচাতে যাবেন ঠিক তখনই নজর পড়ল নিজের বালিশের পাশে। সেখানে একটি চিরকুট রাখা। তাতে লেখা আছে, সকাল হয়ে গেছে। উঠো। নাহলে অফিসের দেরি হয়ে যাবে।