Logo
×

Follow Us

দেশরঙ্গ

তুই গাধা না তো কী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৬

তুই গাধা না তো কী

দুইজনের মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি

হাশেম  ও হাবলুর মধ্যে কথা হচ্ছে—

হাশেম : জানিস, আজ স্কুলে আসতে আমি পাঁচ টাকা বাঁচিয়েছি।

হাবলু: কীভাবে?

হাশেম : আজ বাসের একদম পেছনে দৌড়ে দৌড়ে এসেছি। যদি বাসের ভেতরে উঠে বসতাম, তাহলে পাক্কা পাঁচ টাকা দিয়ে দিতে হতো।

হাবলু: ইশশ, তুই যা গাধা না!

হাশেম : পাঁচ টাকা বাঁচালাম, এতে গাধা বলার কী আছে?

হাবলু: আরে ব্যাটা, বাসের পেছনে না দৌড়ে যদি ট্যাক্সির পেছনে দৌড়ে আসতি, তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম ১০০ টাকা বেঁচে যেত তোর। তুই গাধা না তো কী!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫