
চিঠি। প্রতীকী ছবি
একটা চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গিয়েছে সজীব। সেখানকার কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করছে—
কর্মকর্তা: চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।
সজীব: সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।
কর্মকর্তা: তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!