ভবিষ্যতে সাম্প্রতিক দেশকালের চেষ্টা আরো শক্তিশালী হবে

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৪

আনু মুহাম্মদ
বাংলাদেশের বর্তমান সময়ে স্বাধীন সাংবাদিকতা, তথ্যের অবাধ প্রবাহ একটা বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে। সে রকম সময়ে যারা সাংবাদিকতা, মতপ্রকাশ এবং বুদ্ধিবৃত্তিক কাজের সাথে যুক্ত আছেন- তাদের একটা গুরুদায়িত্ব হচ্ছে এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে যথাসাধ্য চেষ্টা করা।
যাতে মানুষের, দেশের, সর্বজনের খবর প্রকাশিত হয় এবং সর্বজনের পক্ষে জনমত সংগঠিত হয়। আমি জানি সাম্প্রতিক দেশকাল এ বিষয়ে চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতে তাদের চেষ্টা আরো শক্তিশালী হবে এবং তাদের মধ্য দিয়ে সাংবাদিকতা একটা নতুন ভাষা পাবে সেই প্রত্যাশা রাখি।
আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ ও অধ্যাপক