Logo
×

Follow Us

প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫

পাঠকের কলাম

সাম্প্রতিক দেশকালে সাহিত্য

Icon

সঞ্জয় সরকার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৯

সাম্প্রতিক দেশকালে সাহিত্য

সঞ্জয় সরকার।

সাহিত্য যেমন সমসাময়িক তেমনি তা চিরন্তন। মানুষের জীবনের এই চিরন্তন ভাবনাকে সাহিত্যই জিইয়ে রাখে। পত্রিকা সাহিত্যকে চর্চার ব্যাপারে একটি ধারাবাহিকতার মধ্যে রাখে। শুধু লেখনী নয় বরং পাঠের ধারাবাহিকতা ও বিচিত্র সাহিত্য প্রকরণের সাথে পরিচয় করানোর ক্ষেত্রে পত্র-পত্রিকার সাহিত্য ভাবনা অংশের অবদান তাই অনেক।

যেহেতু বর্তমানে সাহিত্য মানেই বিশ্বসাহিত্য তা আর দেশের গন্ডিতে সীমাবদ্ধ নয়। তাই বহুপ্রান্তের সাহিত্যধারা জানা ও অনুধাবন করার কাজটি সাম্প্রতিক দেশকালের সাহিত্য পাতা করে যাচ্ছে। কেবল মানবিক প্রেম পরিণয়ের কথা নয় বরং চিত্রকলা, পরিবেশ, দর্শন, বর্তমান জলবায়ু সংকট, পৌরাণিক অনুষঙ্গের নতুন পাঠ এসব ব্যাপারে সাম্প্রতিক দেশকালের সাহিত্য ফিচারের বহুমুখীতা ইতোমধ্যে নজর কাড়ার মতো। 

বর্তমান বেশির ভাগ পত্রিকা সাহিত্যিকের জন্ম-মৃত্যু ও বিশেষ দিবসকে কেন্দ্র করে ফরমায়েসি চর্বিত চর্বণ ফিচার তৈরি করে থাকে। বছরান্তে এসব ফিচারের লেখা ঘুরেফিরে একই। অথচ পুরনো লেখককে নতুন করে আবিষ্কার, পুরনো গ্রন্থকে নতুন সময়ের দৃষ্টিতে বিচার এবং সাহিত্যের সাথে নানা জ্ঞানকাঠামোর যোগসূত্র স্থাপনের কাজটি সাম্প্রতিক দেশকাল সাহিত্য পাতা নিয়মিত করে যাচ্ছে। 

সাহিত্যগুণ সম্পন্ন বিজ্ঞান বিষয়ক লেখা, আধুনিক জ্ঞানকাঠামো ও সংকটকে সাহিত্যের আদলে পরিবেশন করাটা বেশ কঠিন ও জটিল। সেই জটিলতার দ্বার উন্মোচনের আন্তরিক প্রচেষ্টার ফল সাম্প্রতিক দেশকাল। একজন নিবিড় পাঠ ও বোধ্যা একটি সাহিত্য পাতায় কী কী চাইতে পারেন।

নিয়মিত আয়োজনের পাশাপাশি কন্টেম্পরারি সাহিত্যের হাল-হকিকত, চিত্রকলা বিষয়ক সাহিত্য ভাবনা, লোকজীবন নির্ভর নতুন তথ্যবিবরণী, পুরনো সাহিত্যের অনালোচিত দিক, নিজ কালের লেখকদের সাথে পরিচয় এইসব নিয়ে পরিপূর্ণ এক সাহিত্য সম্ভার গড়ে উঠুক দেশের পত্র-পত্রিকায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫