প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।
ঘটনা
১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল করে।
১৮৯৪ - ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫ - বাংলাদেশে এক নায়ক বাকশাল সরকার কর্তৃক সংবাদপত্র ব্যবস্থাপনা আদেশ জারি করা হয় এবং চারটি দৈনিক পত্রিকা ও ১২৪ টি সাময়িকী ব্যতীত সকল পত্র পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।
জন্ম
১৯০২ - নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী বারবারা ম্যাকলিন্টক জন্মগ্রহণ করেন।
১৯১৫ - মার্কিন পরিসংখ্যানবিদ জন টুকি জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৯২৫ - বাঙালি আইনজীবি এবং রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন।
১৯৪৪ - প্রখ্যাত বাঙালি রসায়নবিদ প্রফুল্ল চন্দ্র রায় মৃত্যুবরণ করেন।
১৯৭৯ - মার্কিন চলচ্চিত্র পরিচালক নিকোলাস রে মৃত্যুবরণ করেন।
২০১৩ - বাংলাদেশের একজন কবি ও সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন মৃত্যুবরণ করেন।