প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।
ঘটনা
১৯২০ - কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজাফ্ফর আহমদের যুগ্ম সম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া।
জন্ম
১৮৬৯ - স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক শ্যামসুন্দর চক্রবর্তী জন্মগ্রহণ করেন।
১৯০৪ - চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯০৯ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিমল রায় জন্মগ্রহণ করেন।
১৯৭৮ - মার্কিন অভিনেতা টোফার গ্রেস জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৯৯৯ - ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী রমাতোষ সরকার মৃত্যুবরণ করেন।