প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।
ঘটনা
১৮৪৫ — দ্য র্যাভেন
ইতিহাসের এই দিনে, পো’র বিশ্বখ্যাত কবিতা ‘দ্য র্যাভেন’ নিউইয়র্কের দ্য ইভনিং মিরর-এ প্রকাশিত হয়।
জন্ম
আন্তন চেখভ — একজন রাশিয়ান নাট্যকার ও ছোটগল্পকার। ১৮৬০ সালের আজকের দিনে জন্ম নেয়া এই লেখক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছোটগল্পকার হিসেবে সমাদৃত।
রোম্যাঁ রোলাঁ — একজন ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। ১৮৬৬ সালের আজকের দিনে জন্ম নেয়া এই প্রতিভাবান সাহিত্যিক ১৯১৫ সালে নোবেল পুরষ্কার পান।
আবদুস সালাম — একজন পাকিস্তানী পদার্থবিজ্ঞানী। ১৯২৬ সালের আজকের দিনে জন্ম নেয়া এই বিজ্ঞানী বৈদ্যুতিক একীকরণ তত্ত্বে প্রণয়নের জন্য প্রথম পাকিস্তানি হিসেবে বিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
জার্মেইন গ্রিয়ার — একজন অস্ট্রেলিয়ান লেখক ও বুদ্ধিজীবী। ১৯৩৯ সালের আজকের দিনে জন্ম নেয়া এই বুদ্ধিজীবী বিংশ শতাব্দীর নারীবাদী আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠ হিসেবে পরিচিত।
মৃত্যু
আলেক্সান্দ্র পুশকিন — একজন রাশিয়ান কবি, নাট্যকার ও ঔপন্যাসিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাশিয়ান কবি ও আধুনিক রাশিয়ান সাহিত্যের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এই মহান ব্যক্তি ১৮৩৭ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।
এডওয়ার্ড লিয়ার — একজন ইংরেজ চিত্রকর, সংগীতশিল্পী, লেখক ও কবি। মূলত তাঁর ভিন্নধর্মী কবিতার জন্য পরিচিত এই কবি ১৮৮৮ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।
রবার্ট ফ্রস্ট — একজন মার্কিন কবি। চারবারের পুলিৎজার বিজয়ী এই মহান কবি ১৯৬৩ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।