Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ৪ ফেব্রুয়ারি: কোথায় কী ঘটেছিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০

ইতিহাসে ৪ ফেব্রুয়ারি: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৬২৮- সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।

১৭৮৯- জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

১৯৪৮ - দ্বীপ দেশ শ্রীলংকা বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়।

১৯৫২- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।

১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েল।

জন্ম

নারায়ণ গঙ্গোপাধ্যায়- বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্পকার। ১৯১৮ সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়।

ফজল শাহাবুদ্দীন- বাংলাদেশের একজন খ্যাতিমান আধুনিক কবি।  একুশে পদক পাওয়া কবি ফজল শাহাবুদ্দীন ১৯৩৬ সালে আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

রিচার্ড রয়েস শ্রক- ২০০৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৪৫ সালের আজকের দিনে আমেরিকান এ রসায়নবিদ জন্মগ্রহণ করেন।

মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ- বাংলাদেশি ক্রিকেটার। ১৯৮৬ সালে আজকের দিনে বর্তমান বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের এ অধিনায়ক জন্মগ্রহণ করেন।

মৃত্যু

অঁরি লুই বর্গসাঁ- নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক। ১৯৪১ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন।

আলবেয়ার কামু- আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক, লেখক ও নাট্যকার। ১৯৬০ সালের আজকের দিনে এ নোবেল পুরস্কার বিজয়ী  মৃত্যুবরণ করেন।

সত্যেন্দ্রনাথ বসু- একজন বাঙালি পদার্থবিজ্ঞানী। তার বোস-আইনস্টাইন পরিসংখ্যান পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। ১৯৭৪ সালের আজকের দিনে এই  পদার্থবিদ মৃত্যুবরণ করেন।

সানাউল হক- একজন বাঙালি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক ও শিক্ষাবিদ।  ১৯৯৩ সালের আজকের দিনে একুশে পদক পাওয়া এই গুণী মানুষটি মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫