ঈদের দিন ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক খুন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১৭:৪৭

দুই অটোরিকশা চালক। ছবি: প্রতিনিধি
ঈদের দিন ভোররাতে ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২২ এপ্রিল) ভোররাতে মহানগীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫), একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, অটোরিকশা চালক সাদেক আলী ও হাবিবুর রহমান দুুজনই সারারাত অটোরিকশা চালায়। ভোর রাতের দিকে একই ছিনতাইকারী দলের তিন সদস্য গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
নিহত সাদেক মিয়ার বড় ভাই মোশাররফ হোসেন বলেন, সাদেক গতকাল দুপুর ১২টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে সকালে পুলিশ আমাদের ফোন করে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করেছে। আমি আসামীদের কঠিন বিচার চাই।
ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ তিনজনকে আটক করা হয়েছে। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।