Logo
×

Follow Us

নাটক

পৃথ্বীরাজকে উৎসর্গ করে ‘স্বপ্ন বিলিয়ে যাই’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৫

পৃথ্বীরাজকে উৎসর্গ করে ‘স্বপ্ন বিলিয়ে যাই’

প্রয়াত সংগীতশিল্পী পৃথ্বীরাজ।

মেধাবী সংগীতশিল্পী পৃথ্বীরাজকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে নাটক ‘স্বপ্ন বিলিয়ে যাই’। নাটকে ‘একি ঘোর’ শিরোনামের গানের সংগীত পরিচালনা করেন প্রয়াত এই শিল্পী।

নাটকটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী। নাটকের গল্প গড়ে উঠেছে কানাডা প্রবাসী তমালকে ঘিরে। শিশু অধিকার নিয়ে গবেষণার কাজে দেশে এসে পুরান ঢাকার অলি-গলিতে স্বপ্ন ফেরি করে বেড়ায় তমাল। পরিচয় হয় বিভার সঙ্গে। শিশুদের মতো বিভাও স্বপ্ন দেখে। তবে বাধা হয়ে দাঁড়ায় পুঁজিপতি মাহমুদ। এভাবেই পুঁজি ও পেশী শক্তির বিরুদ্ধে ঘাত-প্রতিঘাত নিয়ে এগিয়ে যায় তমাল-বিভার গল্প।

নাটকে বিভিন্ন চরিত্রে মনোজ প্রামাণিক, আজমেরি আশা, মাজনুন মিজান, মুশফিক ফারহান অভিনয় করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫