Logo
×

Follow Us

নাটক

আরশ খান ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন, অভিযোগ চমকের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৯:০৫

আরশ খান ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন, অভিযোগ চমকের

আরশ খান ও রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা আরশ খানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ এনেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

চমক অভিযোগ করেন, অভিনেতা আরশ খান তার কাছে অনৈতিক সুবিধা চায়। বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে থাকতে চান, পার্টনার হতে চান।

এ বিষয়ে চমক গণমাধ্যমে জানান, আরশ আমার ভালো বন্ধু ছিলো। একসঙ্গে কাজ করছিলাম। আমাদের ভালো জুটি হতে যাচ্ছিলো। একটা সময় সে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আশা করে। আমি এমনটা কখনোই তার কাছে আশা করিনি।

এ নিয়ে আরশ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, চমক যা বলতেছে তা অযৌক্তিক। শুটিং সেটে ডিরেক্টর ও এক সহকর্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেখানে আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার হিসেব কেন আসবে, বুঝতে পারছি না। ঘটনা ঘটে দ্বিতীয় দিনের শুটিং এ, আগের দিন চমক নিজে গাড়ি করে আমাকে বাসায় নামিয়ে দিয়ে যায়। তার প্রতি যদি খারাপ চাহিদা থাকতো তাহলে আমাদের ৫ মাসের বন্ধুত্ব থাকতো না।’

আরশ আরও বলেন, আমার মনে হয় চমক মেন্টালি আপসেট এই মুহূর্তে। যে কারণে অন্যদের ঝামেলাগুলোকে আমার সঙ্গে মিলিয়ে ফেলছে। আমাকে নিয়ে তার সব অভিযোগ ভিত্তিহীন।

এদিকে, শুটিং সেটে চমক দেরি করে আসেন এবং শুটিংয়ের লোকজন ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমন অভিযোগ এনে নাট্য সংগঠন ডিরেক্টর গিল্ড ও অভিনয়শিল্পী সংঘে নালিশ করেন নির্মাতা আদিব হাসান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫