
নিলয়-হিমি ও নির্মাতা রাখি। ছবি: নির্মাতা থেকে
চলতি সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও হিমি। এ জুটির নাটক
মানেই দর্শকের কাছে অন্যরকম বিনোদন। এদিকে গেল দুই বছর এ জুটিকে নিয়ে একের পর এক নাটক
উপহার দিচ্ছেন নির্মাতা মো. হাসিব হোসাইন রাখি।
নিলয়-হিমি ও নির্মাতা রাখির প্রথম নাটক
ছিল ‘চলো পালাই’। ২০২২ সালে এটি নির্মিত হয়। এরপর তারা ‘লোকাল জামাই’,
‘গেস্ট ইন সিঙ্গাপুর’, ‘শ্বশুর
বাড়ি জিন্দাবাদ’, ও ‘বংশগত জমিদার’সহ ২৩টি নাটকে একসঙ্গে কাজ করেন বলে জানান
রাখি। তবে এ নাটকগুলোর মধ্যে একটি নাটকের সিক্যুয়ালও আছে।
‘মিসেস ডিস্ট্রাব’ নাটকের দুটি সিকুয়্যাল নির্মাণ করেন রাখি। প্রথম নাটকের মতো সিকুয়্যাল দুটিতেও কাজ করেন নিলয় ও হিমি। এরমধ্যে দুটি নাটকের ভিউ কোটির ঘর অতিক্রম করেছে। ‘মিসেস ডিস্ট্রাব’ নাটকের ভিউ ১৩,৯৫০,১৯৪, ‘মিসেস ডিস্ট্রাব রির্টান’ নাটকের ভিউ ১০,১৮৩,২৭১। এছাড়া খুব শিগগির আসবে ‘মিসেস ডিস্ট্রাব এগেইন’।
নির্মাতা রাখি বলেন, ‘মিসেস ডিস্ট্রাব ’ সিকুয়্যাল চেয়ে অনেক দর্শক আমাদের কাছে অনুরোধ
করেছেন। কেউ কেউ কমেন্টস বক্সে সিকুয়্যাল চেয়েছেন। সেখানে থেকে ‘মিসেস
ডিস্ট্রাব রির্টান’ আমি নির্মাণ করেছি। প্রথম নাটকের মতো এটিও দর্শকের কাছে
বেশ প্রশংসিত হয়েছে। এরমধ্যে আমরা ‘মিসেস ডিস্ট্রাব এগেইন’ এর
শুটিং শেষ করেছি। আশা করছি এটিও দর্শকের ভালো লাগবে।’
তিনি আরও বলেন, নিলয় ভাই ও হিমিকে নিয়ে
আমার প্রায় সবগুলো নাটকই দর্শক গ্রহb করেছেন। যার কারণে আমি তাদের নিয়ে নাটক করতে বেশ
স্বাচ্ছন্দ্যবোধ করি।