Logo
×

Follow Us

নাটক

বিয়ে নিয়ে মুখ খুললেন

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৬:০৭

বিয়ে নিয়ে মুখ খুললেন

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

অভিনেত্রীর হিমির বিয়ের বিষয়টি গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে । শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেত্রী ‘জাস্ট ম্যারিড' লিখলেন । এই পোস্টের পর তার ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ে। প্রশ্ন জাগে, তবে আচমকা বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

সেই পোস্টের পর অনেকেই তাকে বিয়ের জন্য অভিনন্দনও জানাতে শুরু করে দেন। তবে এবার অভিনেত্রী জানালেন তিনি বিয়ে করেননি। এটা তার নাটকের প্রচারণা।

অভিনেতা নিলয়ের সঙ্গে ‘জাস্ট ম্যারিড’ নামের একটি নাটকে অভিনয় করেছেন হিমি। সে নাটকের প্রচারণার অংশ হিসেবে পোস্টটি করেছিলেন তার পেজের অ্যাডমিন। তবে অনেকেই এটিকে তার বিয়ের খবর ভেবে নেওয়ায় পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়।

বিয়ের প্রসঙ্গে হিমি বলেন, ‘আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে করলে চুপিসারে নয়, জানিয়েই বিয়ে করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে।’

তিনি আরও বলেন, ‘বিয়ে তো করতেই হবে। পরিবার থেকেও মাঝেমধ্যে জানতে চায়। কিন্তু কবে যে বিয়ে করব জানি না। তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাব না। আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

‘জাস্ট ম্যারিড’ নামের সে নাটকে হিমি, নিলয় ছাড়াও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, পাপিয়া, ইসরাক পায়েল প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫