Logo
×

Follow Us

নাটক

কুকুর হত্যার বিচার চান হিমি

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৭:০২

কুকুর হত্যার বিচার চান হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি সক্রিয়। বিভিন্ন ইস্যু নিয়ে লিখতে দেখা যায় তাকে। গতকাল তারই ধারাবাহিকতয় তার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সে পোস্টের কমেন্টস ঘরে তিনি লেখেন, ‘মোহম্মদপুর জাপান গার্ডেন এ কুকুরদের খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলতেসে। প্লিজ হেল্প করেন, আশেপাশের মানুষ জাপান গার্ডেনে গিয়ে এদের থামান!’

এরপরেই অনেকেই এটি প্রতিহত করেন বলে জানা যায়। অনেকে এর জন্য হিমির প্রশংসাও করেন। এদিকে এবার এ অভিনেত্রী ককুর হত্যার বিচার চেয়ে আরও একটি পোস্ট দিয়েছেন।

হিমি বলেন, ‘আমাদের মতো পশুদেরও বাঁচার অধিকার আছে। কিন্তু এক শ্রেনীর মানুষ এদের হত্যা করছে। এটি মেনে নেওয়া যায় না।’

এদিকে সম্প্রতি  সেন্টমার্টিনে খাদ্যাভাবে কুকুরেরা মারা যাচ্ছে এমন একটি পোস্ট করেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

পেশাগত অভিনয়ের বাইরে নিলয়, হিমি ও জয়া আহসানসহ আরও অনেক তারকাই আছেন পশুপ্রেমী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫