
অহনা। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী অহনা। ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। টিভি নাটকের বাইরে ইউটিউবের নাটকেও নিয়মিত কাজ করছেন অভিনেত্রী। তার নাটকগুলো দর্শকের কাছে প্রশংসাও পাচ্ছে। ভিউ ও কমেন্টসবক্সে চোখ রাখলেই সেটি স্পষ্ট হওয় ওঠে।
মাস দুয়েক আগে বন্যা
পরিস্থিতির মধ্যে ইউটিউবে মুক্তি পায় অহনার ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক ইউটিউবে
প্রকাশিত হয়। ৫০ লাখ ভিউয়ের পরও ইউটিউবে টেকনিক্যাল কারণে নাটকটি নামিয়ে নিতে হয়। পরে
আপলোড করলেও দর্শকরা নাটকটি লুফে নেন। নতুনভাবে আপলোড করা নাটকটি ৫৮ লাখ ভিউ হয়েছে।
অস্থির সময়েও সাফল্য পায় নাটকটি। এ উপলক্ষে নির্মাতা একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে
অহনা জানান, ‘তিনি নাটকটির সিকুয়্যাল করতে চান।’ অবশেষে অভিনেত্রী তার কথা রাখলেন।
এরইমধ্যে নাটকের দ্বিতীয় কিস্তি ‘প্রবাসীর স্ত্রী ২’-এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জিয়াউদ্দিন আলম নাটকটি পরিচালনা করেন। দ্বিতীয় কিস্তিতেও অহনার বিপরীতে দেখা যাবে ও রুশো শেখকে।
অহনা ও রুশো
অহনা বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি দর্শক যদি চায় আমি
এ নাটকের সিকুয়্যাল করবো। অবশেষে দর্শকের অনুরোধে নাটকের দ্বিতীয় কিস্তি নির্মাণ হলো।
আমি আশা করছি আগের অংশের মতো এটিও সবার মনে দাগ কাটবে।’
পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী।
নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শকরা প্রবাসীর স্ত্রীর নাটকে
তার অভিনয় দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শকদের কাঁদাতে
পারে না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। চলতি বছরের শেষে মানে ডিসেম্বরের
কোনো একটি সময়ে নাটকটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি।
দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম।’