Logo
×

Follow Us

নাটক

হিমির আপদের বিপদ নিলয়

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:১৮

হিমির আপদের বিপদ নিলয়

নিলয় ও হিমি । ছবি: সংগৃহীত

গত বছর পুরোটা নিলয় হিমি জুটি দর্শকের পছন্দের প্রথম দিকে ছিল। জুটির নাটক মানেই অন্যরকম। তাদের নাটকের নামগুলোও বেশ মজার বলা যায়। এ জুটির আজ প্রচারে আসবে  ‘আপদের বিপদশিরোনামের একটি নাটক।

রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে। এটি নির্মিত হয়েছে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়।

গল্পে দেখা যায়-নিলয়ের বাবা বিয়ে করার জন্য ওঠেপড়ে লাগে। কিন্তু বাবা বিয়ে করলে তার নিজের বিয়ে হবে না। চিন্তায় সে নিজেই বাবার আগে বউ নিয়ে বাসায় হাজির হয়। নিয়ে বাবা-ছেলের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা।

 জামাল হোসেনের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন, হামিদ হাসান নোমান। এতে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, মাসুম বাশার রিমু রোজা খন্দকারসহ অনেকে। প্রযোজক জামাল হোসেন বলেন, নোয়াখালীর আঞ্চলিক ভাষার প্রতি সবার দারুণ আগ্রহ আছে। নাটকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পারিবারিক কিছু খুনসুটির গল্প তুলে ধরা হয়েছে।

হিমি বলেন, খুবই মজার একটি গল্পে নাটকটি। এরমধ্যে আবার এটি নোয়াখালির আঞ্চলিক ভাষায়। দর্শক নাটকটি দেখে বিনোদান পাবে বলে আশা করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫