Logo
×

Follow Us

নাটক

মেহজাবীনের বোন মালাইকার ‘ক্ষতিপূরণ’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:৩০

মেহজাবীনের বোন মালাইকার ‘ক্ষতিপূরণ’

মালাইকা চৌধুরী। ছবি: নির্মাতা থেকে

গেল বছর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষক হয় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর।

দীর্ঘদিন পর আবারও একই নির্মাতার সঙ্গে কাজ করলেন মালাইকা। রাজের ‘ক্ষতিপূরণ’ শিরোনামে একটি ইউটিউব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি।

এতে অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাকে। এটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

‘ক্ষতিপূরণ’-এর গল্প আপাতত জানাতে চান না নির্মাতা রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনও মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনও মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

নতুন কাজটি প্রসঙ্গে মালাইকা বলেন, ‘যার হাত ধরে আমার ছোটপর্দায় অভিষেক তার সঙ্গে আবারও কাজ করেছি। এবারের কাজটি আগের কাজের চেয়ে ভিন্ন ও নতুন চরিত্রের। আমার বিশ্বাস, আগের কাজটির মতো এটিও দর্শক গ্রহণ করবেন।’’

‘ক্ষতিপূরণ ফিল্মে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে।

ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘ক্ষতিপূরণ’।




Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫