
নাট্যকার সেলিম আল দিন।
প্রয়াত কিংবদন্তী নাট্যকার সেলিম আল দিন স্মরণে বাংলাদেশ গ্রাম থিয়েটারের অষ্টম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন উৎসব শুরু হচ্ছে আজ থেকে।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। পাশাপাশি উৎসবে সেলিম আল দীন, বজলুল করিম-মীর মকসুদুস সালেহীন ও ফওজিয়া ইয়াসমিন শিবলীর নামে তিনটি পদক দেওয়া হবে।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও উৎসবের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ।
নাট্যোৎসবের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় পরিবেশিত হবে দুটি মঞ্চনাটক। রাজশাহীর চারঘাটের পালা মঞ্চায়ন করবে ‘বহুরূপে আসব ফিরে’ এবং ফরিদপুরের বাংলা থিয়েটার মঞ্চায়ন করবে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’।
উৎসবের দ্বিতীয় দিন মঞ্চায়ন হবে দুটি নাটক। নাটোরের ইঙ্গিত থিয়েটার সেলিম আল দীনের ‘চাকা’ এবং জয়পুরহাটের শান্তিনগর থিয়েটার মঞ্চায়ন করবে ‘ইতি পত্রমিতা’। রবিবার উৎসবের সমাপনী দিনে সাভারের দল বুনন থিয়েটারের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’ পরিবেশিত হবে।
প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন স্বাধীনতার পর দেশের নাট্য আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার ওপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শেকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেন।
তিনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রভাষক এবং একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা।
গুণী এই নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকায় মারা যান। তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাহিত করা হয়।