Logo
×

Follow Us

নাটক

ঈদের নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১৭:১৫

ঈদের নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও’

মিশু ও মিম

'মাসুদ ভালো হয়ে যাও' বাক্যটি রসিক মানুষরা যেন হরহামেশাই ব্যবহার করে থাকেন। কারো কোনো দোষ-ত্রুটি পেলেই রসিকতা করে বলে ওঠেন - ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও।’ আবার মজার ছলে বলে ওঠেন ‘মাসুদ তুমি কি কোনোদিনও ভালো হবা না?’ 

যে মাসুদকে প্রথম এই কথা বলা হয়েছিল সে ভালো হয়েছে কি না সেকথা রয়ে গেছে অজানাই। তবে সংলাপটি ছড়িয়ে পড়েছে মুখে মুখে। এবার আসছে ইদে আরেক মাসুদকে ভালো হয়ে যেতে বলা হয়েছে। সেই মাসুদ হয়েছেন ছোট পর্দার তারকা মিশু সাব্বির।

প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় মিশু সাব্বির এনটিভির ঈদ আয়োজনে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করছেন।

নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ খ্যাতি; একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে; সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম। তাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে।

কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কি না, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।

পরিচালক প্রীতি দত্তের ভাষ্য, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে। আশা করছি, দর্শক এই মাসুদে হতাশ হবেন না।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫