
লাল শাড়ি পরে পান বিক্রি করছেন প্রভা। ছবি- সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি এবার শুরু করেছেন আগুন পান বিক্রি! তার নতুন নাটকে এমনটাই দেখা যাবে। আসছে ঈদে ‘লাইলি মজনুর পানের দোকান’ নামে নাটকে পান বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন প্রভা।
এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায় লাল শাড়ি পরে পান বিক্রি করছেন প্রভা। তাও আবার সাধারণ পান নয়, আগুন পান। তার চরিত্রের নাম লাইলী।
নাটকটি রচনা করেছেন সেজান নূর। পরিচালনায় তাইফুর জাহান আশিক। প্রভার বিপরীতে মজনু রূপে থাকছেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। এ ছাড়াও আছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ার প্রমুখ।
আজ বুধবার (২০ এপ্রিল) নির্মাতা নাটকের টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেল, প্রভা ও মোশাররফ দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়।
‘লাইলি মজনুর পানের দোকান’ প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।