নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:২৪ পিএম
করোনায় আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন বরেণ্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
তিনি জানান, করোনার পজিটিভ রিপোর্ট পাওয়ার পর স্ত্রী রোজী সিদ্দিকীসহ বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ নিচ্ছেন।
শহীদুজ্জামান সেলিম আরো জানান, রোজি সিদ্দিকীর কিছুটা জ্বর, ঠাণ্ডা ও হাঁচি-কাশি ছিল গত মাসে। এরপর থেকে অভিনেতা নিজেও অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হতে থাকলে তারা কোভিড-১৯ টেস্ট করান। যার রিপোর্ট পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত হওয়ার কারণে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী সব নাটকের শুটিং বাতিল করেছেন। তারা জানান, কোয়ারেন্টিন শেষে সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফিরবেন।
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh