Logo
×

Follow Us

নাটক

নতুন দায়িত্ব পেলেন সুবর্ণা মুস্তাফা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১৪:৩৫

নতুন দায়িত্ব পেলেন সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা

সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উপ-কমিটির সদস্য হয়েছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

জানা গেছে, দেশের ৪২টি জেলার শিল্পকলা একাডেমির কমিটি কেন হচ্ছে না, তা খতিয়ে দেখতে এই উপ-কমিটি গঠন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কাজী কেরামত আলীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এই উপ-কমিটিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলও থাকছেন।

সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে প্রধান সমস্যা ও এর থেকে উত্তরণের উপায়  নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫