ঈদের বিনোদনের বড় একটি অংশ দখল করে আছে বাংলা নাটক। দর্শকের সঙ্গে বাংলা নাটকের সখ্যতা ঈদ উৎসবে বোঝা যায়। নাটক ছাড়া ঈদের আনন্দ যেন ঠিক জমে ওঠে না।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে টেলিভিশন ও বিভিন্ন অনলাইন মাধ্যমের জন্য তৈরি হচ্ছে অসংখ্য নাটক। কয়েক বছর ধরে ঈদের নাটকে দর্শকের সবচেয়ে পছন্দের তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে এবারের ঈদে তাদের দেখা যাবে না কোনো নাটকে।
এ প্রসঙ্গে নিশো বলেন, ‘নতুন কোনো কাজ করতে পারিনি। আর ঈদের প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। তা ছাড়া সিনেমা ঘোষণার পর থেকেই ছয়-সাত মাস হলো নাটকের কাজ বন্ধ রেখেছি। এসব কারণে ঈদে আমার নাটক নেই। আমি মাধ্যম পরিবর্তন করেছি, এখন সিনেমা, ওটিটির কাজ করছি। যেকোনো মাধ্যমে ব্যস্ততা বাড়লে অন্য মাধ্যমে কাজ কমবে, এটাই স্বাভাবিক। একসঙ্গে সব জায়গায় কাজ করে কাজের কোয়ালিটির সুষম বণ্টন সম্ভব নয়।
একই প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নতুন কোনো নাটকে কাজ করিনি, প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। কোনো কারণ নেই। এমনি এমনি করিনি। অনেক দিনই হলো নাটকের শুটিং করছি না। আবার কবে করব, তা–ও বলতে পারছি না। অনেকেই হয়তো ভাবতে পারেন, তাহলে কি আমি এই মাধ্যম ছেড়ে দিচ্ছি? না, ছাড়ছি না। ভালো চিত্রনাট্যে কাজ হবে। হয়তো আগের চেয়ে সংখ্যা কমতে পারে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঈদ বাংলা নাটক ঈদ আনন্দ আফরান নিশো মেহজাবীন চৌধুরী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh