ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সোশ্যাল মিডিয়ায়
নতুন লুকে দেখা দিলেন তিনি। প্রথম দেখায় চেনার উপায় নেই তিনি যে অভিনেত্রী। মনোযোগ দিয়ে খেয়াল করলে চেনা যায়।
স্থীরচিত্রে
দেখা যায়, পাগল বেশে বসে আছেন তিনি। একটি নাটকের জন্য এমন চরিত্রধারণ করতে হয়েছে নায়িকাকে।
নাটকের নাম ‘দূষিত এ শহরে’। কাজটি গত বছর শুটিং করেছিলেন সাবিলা। প্রচারে আসছে শিগগিরিই। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
এতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এমন একটি চরিত্রে কিভাবে নিজকে মানিয়ে নিলেন সে বিষয়ে সাবিলা বলেন,
একজন অভিনেত্রীর কাছে প্রতিটি চরিত্রই চ্যালেঞ্জের। চরিত্রটি ধারণ করা, বিশ্বাসযোগ্য করা– একটু
কঠিনই ছিল। গল্পের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করেছি চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে। কতটা পেরেছি, দর্শকই তা ভালো বলতে পারবেন। শহরে ক্রমে দূষণ বাড়ছে। আমাদের শহর কীভাবে আমরা দূষিত করছি, তা দেখানো হয়েছে নাটকে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ত্যাগ, তাঁর জীবনযাপন– আমরা চোখে যা দেখি, সেই দেখার উল্টো পিঠ উঠে এসেছে এতে।
সাবিলা জানান, যেদিন নাটকটির দৃশ্যধারণ করা হয়, তার আগের দু’দিন উত্তরার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সময় কাটিছেন। তাদের জীবনের গল্প শোনার চেষ্টা করেছেন। শুটিংয়ে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীও উপস্থিত ছিলেন।
কীভাবে তাদের দিন শুরু হয়, কাজের দায়িত্ব–এসব বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এভাবেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সময় কাটানোর পরই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন অভিনেত্রী। নাটকটিতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাবিলা নূর নাটক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh