Logo
×

Follow Us

বিনোদন

বাংলা ভূত মোশাররফ করিম

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:১৬

বাংলা ভূত মোশাররফ করিম

মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ ৩০ অক্টোবর রাত ১২টায় চরকিতে মুক্তি মুক্তি পেয়েছে। পরের দুই সপ্তাহে আসবে বাকি দুই পর্ব। 

শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে নির্মাতা কাজী আসাদ নিজেই করেছেন ‘আধুনিক বাংলা হোটেল’-এর চিত্রনাট্য। লেখকের ‘খাসির পায়া’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘খাসির পায়া’, ‘হাঁসের সালুন’ তৈরি হয়েছে ‘নো এক্সিট’ গল্প থেকে। আরেকটি পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ নির্মিত হয়েছে ‘খাবার’ গল্প থেকে। কাজী আসাদের এই অ্যানথোলজি সিরিজের প্রধান চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই প্রথম অ্যানথোলজি সিরিজে অভিনয় করেছেন এ অভিনেতা।

তিনটি গল্পে তিনভাবে হাজির হবেন মোশাররফ করিম। অভিনেতা জানান, খাবারের নাম দিয়ে যে এমন সব গল্প হতে পারে, এটা তার ভাবনাতেই ছিল না। তার দাবি, দর্শক সিরিজটি দেখে বিস্মিত হবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নামগুলো দেখে গল্পের ভেতর কী খেলা আছে, বোঝার উপায় নেই। খুবই স্বাভাবিকভাবে শুরু হওয়া একটা গল্প, কীভাবে যে অন্য একটা পর্যায়ে চলে যায়, দেখার পর টের পাবেন দর্শক।

সিরিজটির বিভিন্ন পর্বে মোশাররফ ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, নিদ্রা নেহা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫