১৯৭১ সাল, চারদিকে যুদ্ধের ডামাডোল। আমঝুপি নামে এক গ্রাম। সে গ্রামেরই মানুষ সয়ফর আর ময়ূরজান। প্রচণ্ড ভালোবাসে একে অপরকে। দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে সয়ফর তো আর ঘরে বসে থাকতে পারে না। সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবার। কিন্তু ময়ূরজানের কী হবে?
অজানা শংকায় নিজেকে ঠিক রাখতে পারে না সয়ফর। যুদ্ধে যাবার আগে ময়ূরজানকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সে। মসজিদের ঈমাম ডেকে ময়ূরজানকে বিয়ে করে। ঠিক সেই রাতেই গ্রামে হানা দেয় পাক আর্মি। ময়ূরজানকে নিয়ে পালায় সয়ফর। আশ্রয় নেয় ময়ূরজানের খালা মতিবানুর বাড়ি। সেখানেই এক রকম আতঙ্কে বাসর রাত কাটে তাদের।
পরদিন খালার কাছে ময়ূরজানকে রেখে যুদ্ধে চলে যায়। এরপর অন্য ইতিহাস। এমনই এ গল্পে নির্মিত হয়েছে বৈশাখী টিভির বিশেষ নাটক ‘বীরঙ্গনা’। ১৬ই ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে এটি প্রচার হবে।
টিপু আলম মিলনের গল্পে আনন জামানের চিত্রনাট্যে, শুদ্ধমান
চৈতনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা
ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বীরঙ্গনা অপর্ণা ঘোষ ১৬ই ডিসেম্বর
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh