ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এখন টিভি
নাটকের বাইরে ওটিটি ও সিনেমাতেই বেশি মনোযোগী তিনি। এরমধ্যে মুক্তি পেয়েছে তার প্রথম
সিনেমা ‘প্রিয় মালতী’। মুক্তির অপেক্ষায় আছে তার আরও একটি সিনেমা।
এদিকে নতুন বছরে মেহজাবীন সবার জীবনের নিরাপত্তা চান বলে জানান। তার প্রত্যাশা ২০২৫ সবার জীবনে সমৃদ্ধি, মেহজাবীন চৌধুরীআর শান্তি নিয়ে আসবে।
মেহজাবীন বলেন, আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হয়ে উঠুক, আরও বেশি কাজের ক্ষেত্র তৈরি হোক। কারণ, প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকে চায় নিজের পেশায় ভালো করতে, ভালো থাকতে। আর যারা অভিনয়ের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে, তাদের জন্য ইন্ডাস্ট্রি আরও বেশি কাজের সুযোগ এনে দিক। ইন্ডাস্ট্রির গ্রোথ খুব দরকার, সেই সঙ্গে দরকার প্রপার ব্যালেন্স, যেখানে আমরা ভালো কাজ করতে পারব এবং দর্শকের কাছ থেকে যথাযথ ফিডব্যাক পাব।
তিনি আরও বলেন, ভালো কাজ, যেগুলো প্রচার ও ভালোবাসা পাওয়ার যোগ্য, সেগুলো যেন ঠিকঠাকভাবে পায়। এমন লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করা খুব জরুরি। ২০২৪ সালে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, ২০২৫-এ যেন তার দ্বিগুণ হয়। আমাদের ওটিটি কনটেন্ট নিয়ে এ বছর আমরা যেন আরও উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি। আশা করি নাটকের ক্ষেত্রেও আমরা কোয়ালিটি বাড়াতে পারব এবং আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মেহজাবীন চৌধুরী নিরাপত্তা নাটক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh