Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা, নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৭

যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা, নিহত ৭

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি: সিএনএন

হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাত হেনেছে। এতে কমপক্ষে সাতজন ব্যক্তি নিহত হয়েছেন। এখন পর্যন্ত বেশ কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। 

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

এদিকে বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ৩৫টির বেশি টর্নেডো রেকর্ড করেছে। এতে তিন কোটির বেশি মানুষ ঝুঁকিতে পড়েছেন। 

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আলাবামার সেলমা শহরে সবচেয়ে বড় টর্নেডোটি আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেবল অটাউগা কাউন্টিতেই মারা গেছেন সাতজন। টর্নেডোর আঘাতে চারটি অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েন।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলিনাসের এক লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তায় বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে পড়েছে। 

আবহাওয়া অফিসের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫