Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্যসহ তিন পরাশক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ২২:২৫

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্যসহ তিন পরাশক্তি

যুক্তরাজ্যের ‘চ্যালেঞ্জার-২’ ট্যাঙ্ক। ছবি: সিএনএন

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটি সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে ১২টি ট্যাংক দেবে। একইসঙ্গে  ফ্রান্স ও পোল্যান্ডও ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে যাচ্ছে।

আজ শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ট্যাঙ্ক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিকে, ফ্রান্স ও পোল্যান্ডও রাশিয়ার আগ্রাসনের হাত থেকে ইউক্রেনকে রক্ষায় দেশটির সেনাবাহিনীকে শিগগিরিই ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিবেশি দেশ ফিনল্যান্ডও জেলেনস্কির সরকারকে সামরিক সহায়তার কথা ভাবছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আধুনিক অস্ত্র চেয়ে আসছেন জেলেনস্কি। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে এই সহায়তা দিচ্ছে দেশগুলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫