Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কঙ্গোতে গির্জায় বোমা হামলায় নিহত ১০ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:০২

কঙ্গোতে গির্জায় বোমা হামলায় নিহত ১০ জন

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। ছবি- সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৯ জন।

রবিবার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলের কাসিন্দিতে একটি পেন্টেকস্টাল গির্জায় এ ঘটনা ঘটে।

দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উপাসনায় অংশ নিতে ওই গির্জায় বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বোমা হামলায় সবকিছু তছনছ হয়ে যায়। একটি ডিভাইসের মাধ্যমে এই বোমা হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

কঙ্গোর সবচেয়ে কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠী 'এডিএফ' বোমা হামলার পিছনে রয়েছে, দেশটির সেনাবাহিনী দাবি করেছে। তবে এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। এ ব্যাপারে কঙ্গো সরকার এই ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫