আসিয়ানের বৈঠকে নেই মিয়ানমারের প্রতিনিধি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৯

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পতাকা। ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস বা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুপস্থিত ছিল মিয়ানমারের প্রতিনিধি।
গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আগামীকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) ওই বৈঠক শেষ হবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় বিশ্বের বহু দেশ বিশেষ করে আঞ্চলিক দেশগুলো ওই দেশটিকে বয়কট করে। মিয়ানমারের সামরিক শাসকদের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু বৈঠকে দেশটির কোনো প্রতিনিধিত্ব নেই। ওই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সদস্য দেশগুলোর জ্বালানি নিরাপত্তা, খাদ্য, আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা।
গত বছরও আসিয়ানের কম্বোডিয়া বৈঠকে মিয়ানমারকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচনে জয়ী হওয়ার পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করেছিল সে দেশের সেনাবাহিনী।