Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। আজ শনিবার (৪ জানুয়ারি) বেধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে আপত্তিকর ও পবিত্রতা ক্ষুণ্নকারী কনটেন্ট ব্লক না করায় এমন সিদ্ধান্ত নেয় দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। ডনের খবর। 

পিটিএর মুখপাত্র মালাহাত ওবায়েদ ডনকে বলেন, আদেশ না মানার কারণে প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উইকিপিডিয়া কর্তৃপক্ষ চিহ্নিত কনটেন্ট সরিয়ে ফেলার পরে সিদ্ধান্তটি পর্যালোচনা করা যেতে পারে।

উইকিপিডিয়া পরিচালনাকারী দাতব্য সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন গতকাল বলেছে, উইকিপিডিয়ায় কোন কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে বা সেই বিষয়বস্তু কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয় সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেয় না।

আমরা বিশ্বাস করি, জ্ঞান অর্জন একটি মানবাধিকার। পাকিস্তানে উইকিপিডিয়া বন্ধ করায় বিশ্বের পঞ্চম বৃহত্তম জনবহুল দেশকে মুক্ত জ্ঞান ভাণ্ডারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের ইতিহাস ও সংস্কৃতিতে প্রবেশাধিকার থেকে সবাই বঞ্চিত হবে।

চলতি সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা পিটিএ জানায়, তারা উইকিপিডিয়ার কাছে ‘প্রযোজ্য আইন ও আদালতের আদেশ’-এর অধীনে নোটিশ জারি করে প্রশ্নবিদ্ধ কনটেন্ট অপসারণের আবেদন জানিয়েছে। শুনানির সুযোগও দেওয়া হয়েছিল, তবে প্ল্যাটফর্মটি ‘অবমাননামূলক’ কনটেন্ট সরিয়ে নেয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫