Logo
×

Follow Us

আন্তর্জাতিক

শতাধিক হেক্টরের বেশি বনভূমি দাবানলে পুড়ল ফ্রান্সে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৫

শতাধিক হেক্টরের বেশি বনভূমি দাবানলে পুড়ল ফ্রান্সে

দাবানল নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

অসময়ে ফ্রান্সের বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত দেশটির প্রায় ১৩০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল ফায়ার সার্ভিসের ২৭০ সদস্যের দুদিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) ছড়িয়ে পড়া শুরু করে দাবানল। পুড়েছে ১৩০ হেক্টর বনভূমি। ২৭০ জন ফায়ার সার্ভিসকর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আবারো দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গত বছরের মাঝামাঝি সময়ে‌ শুষ্ক মৌসুমে বেশ কয়েক দফা দাবানলের কবলে পড়ে ফ্রান্স। বিশেষ করে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরোন্ড শহরে বনভূমিতে ছড়িয়ে পড়ে আগুন। সে সময় দাবানলে অন্তত ৩৫ থেকে ৪০ হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বনভূমি ও স্থানীয় বাসিন্দারা।

তবে অসময়ে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পুড়ে চলেছে একর-একর বনভূমি। 

এই অসময়ে দাবানলের জন্য জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। আর তাই জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় করণীয় নির্ধারণ করে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন পরিবেশকর্মীরা।

তাপপ্রবাহ তীব্র হওয়ায় দেশগুলোতে জ্বালানির চাহিদা বেড়েছে। কারণ শীততাপ যন্ত্রের ব্যবহার ক্রমেই বাড়ছে। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে ইউরোপজুড়ে সংকট দেখা দিয়েছে। নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না মূল্যস্ফীতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫