পাকিস্তানের কোয়েটা পুলিশ লাইনসে বিস্ফোরণ, আহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১১
-63dfd542990ec.jpg)
কোয়েটা পুলিশ লাইনস এলাকায় বিস্ফোরণে অন্তত ৫ জন আহত হয়েছেন। ছবি: ডন
পাকিস্তানের কোয়েটা পুলিশ লাইনস এলাকায় বিস্ফোরণে অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ঘটনাস্থলে উদ্ধার অভিযানে থাকা জিশান আহমেদ ডনকে বলেন, আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ ও জরুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। এতে বলা হয়, বিস্ফোরণে নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়। তবে, পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।
পেশোয়ার পুলিশ লাইনস এলাকায় আত্মঘাতী বিস্ফোরণে প্রায় ৮০ জন নিহত হওয়ার কয়েক দিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।