Logo
×

Follow Us

আন্তর্জাতিক

অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে তুষারধস, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২

অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে তুষারধস, নিহত ১০

তুষার কেটে রাস্তা পরিষ্কার করছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত

সপ্তাহান্তে অস্ট্রিয়ান ও সুইস আল্পসে বেশ কয়েকটি তুষারধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটক রয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড তুষারপাত ও বাতাসের পর অস্ট্রিয়ার কর্তৃপক্ষ তুষারধসের ৪ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। এটি দ্বিতীয় সর্বোচ্চ তুষারধস সতর্কতা সংকেত। তবে সতর্কতা সত্ত্বেও অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে স্কি রিসোর্টগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। কারণ ভিয়েনায় স্কুলগুলোতে ছুটি চলছে।

এদিকে গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) তুষারধসে চাপা পড়ে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে অস্ট্রিয়ার পুলিশ। নিহতদের মধ্যে ৫৯ বছর বয়সী এক ব্যক্তিও ছিলেন। তিনি পশ্চিমাঞ্চলীয় টাইরল অঞ্চলে স্নো প্লাউ ব্যবহারের সময় মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫