আবার বাড়ল আদানির সম্পদমূল্য, শীর্ষ ধনীর তালিকায় ১৭ নম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২২
-63e12c5a4af48-63e3da5036f06.jpg)
গৌতম আদানি। ছবি: সংগৃহীত
অবশেষে যেন তল খুঁজে পেলেন ভারতের শীর্ষস্থানীয় ধনী গৌতম আদানি। কিছুটা উর্ধ্বগামী আদানি গ্রুপের শেয়ারের দাম।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুটি খবরে আদানি শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ আর আদানি উইলমার ও আদানি ট্রান্সমিশনের শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশ করে।
দর বাড়ার কারণে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত বাজার মূলধন গত কিছুদিন ধরে যেভাবে কমছিল তার গতি কিছুটা হ্রাস পেয়েছে। গত সোমবার পর্যন্ত আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন কমেছিল ১১৭ বিলিয়ন বা ১১ হাজার ৭০০ কোটি ডলার। আজ বুধবার দিন শেষে বাজার মূলধন কমার পরিমাণ দাঁড়িয়েছে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারে।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের এক বিবৃতি আদানি গ্রুপের শেয়ারের মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে। তারা বলেছে, শেয়ারের দাম কমে গেলেও আদানিরা বন্ড ইনডেক্সের মধ্যে বাণিজ্য করতে পারবেন। এতে আদানিদের ওপর ভরসা হারানো বিনিয়োগকারীরা কিছুটা আশ্বস্ত হন।
এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কাকতালীয়ভাবে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সেখানে বলা হয়, আদানিরা ১১০ কোটি ডলারের ঋণ শোধের পরিকল্পনা করছে।
তবে হিনডেনবার্গ আদানির ব্যাপারে যে সতর্ক বার্তা দিয়েছিল, সেখানে বলা হয়েছিল আদানিদের বিপুল ঋণের দায় রয়েছে। ওই ঋণ শোধ করা আদানিদের পক্ষে অসম্ভব। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন হিনডেনবার্গের ওই দাবি নস্যাৎ করে দেয়। ওয়াল স্ট্রিটের প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই আদানি গ্রুপ তাদের ১১০ কোটি ডলারের ব্যাংক ঋণ পরিশোধ করেছে।
ইকোনমিক টাইমসের তথ্যানুসারে, ১ লাখ ৬০ হাজার কোটি রুপির ঋণ আছে আদানিদের। তাই আশঙ্কা করা হচ্ছিল, বিপুল অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালাতে পারেন আদানি। এ জন্য ভারতের সংসদে বিরোধী দলগুলোও দাবি তুলেছিল, আদানির পাসপোর্ট জব্দ করার। যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন। তবে এক দিনে বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করে সবাইকে চমকে দেন আদানি।
এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় আদানি গোষ্ঠী শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট, আদানি উইলমার, এসিসি ও আম্বুজা সিমেন্টের মুনাফার তথ্য প্রকাশ করে। সেখানে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়, কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে। এমনকি কিছু কিছু কোম্পানির ভালো ব্যবসা করেছে বলেও আর্থিক প্রতিবেদনে জানানো হয়। যার ফলে আজ বুধবার শেয়ারবাজারে আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দাম বাড়ে।
মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যানুসারে, শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে আজ বুধবার এক দিনেই গৌতম আদানির ব্যক্তিগত সম্পদ মূল্য ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৫৫০ কোটি ডলার বেড়েছে। তাতে তিনি ফোর্বসের বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১৭ নম্বরে উঠে এসেছেন।