Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ১৪৬ ঘণ্টা পর দুধের শিশু উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৯

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ১৪৬ ঘণ্টা পর দুধের শিশু উদ্ধার

তুরস্কের হাতায় প্রদেশ থেকে উদ্ধার হওয়া শিশু। ছবি: সংগৃহীত

তুরস্ক-সিরিয়ার দক্ষিণাঞ্চলে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়ে ছয় হাজার ভবন। এই ভূমিকম্পে এখন পর্যন্ত এই দুই দেশে মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের।

এ নিয়ে দুই দেশে শোকের পরিবেশের মধ্যেও পাওয়া যাচ্ছে অলৌকিকভাবে বেঁচে থাকার কিছু খবর। তেমনই একটি ঘটনা ঘটেছে তুরস্কের সর্বদক্ষিণের প্রদেশ হাতায়ে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটিতে ধসে পড়া ভবন থেকে ১৪৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে দুই মাসের এক দুধের শিশুকে। 

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) তুরস্কের গাজী আন্তাব প্রদেশের একটি ছয়তলা ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবর ধ্বনি ও হাততালিতে ফেটে পড়েন উপস্থিত উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

তুরস্কে ভূমিকম্পের পাঁচ দিন পর শনিবার অনেককে জীবিত উদ্ধার করেছেন প্রচণ্ড শীত উপেক্ষা করে কাজ করে যাওয়া উদ্ধারকর্মীরা। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, শনিবার উদ্ধার হওয়া লোকজনের মধ্যে দুই বছরের মেয়েশিশু, ছয় মাসের অন্তঃসত্ত্বা ও ৭০ বছরের নারী রয়েছেন।

তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পটি এ শতাব্দীর সপ্তম সর্বোচ্চ প্রাণঘাতী। ২০০৩ সালে ইরানে এক ভূমিকম্পে প্রাণ গিয়েছিল ৩১ হাজার মানুষের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫