Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তুরস্কে ১৮২ ঘণ্টা পর শিশু জীবিত উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৬

তুরস্কে ১৮২ ঘণ্টা পর শিশু জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

তুরস্কে ১৮২ ঘণ্টা পর ১২ বছর বয়সি এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির হাতায় প্রদেশের আঁতক্যা জেলায় এ ঘটনা ঘটে। 

একই প্রদেশে প্রায় একই সময়ে ১৭৭ ঘণ্টা পর এক বয়স্ক নারীকেও উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে। 

অথচ সোমবার সকাল থেকে জীবিত উদ্ধারের আশা সবাই একধরনের ছেড়েই দিয়েছেন। এমনকি সোমবার বিকালে সিরিয়ার উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটসের এক কর্মী বলেছেন, না, আমার মনে হয় না আর কোনো ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। 

এদিকে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হাজার হাজার মানুষ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে মানুষ। তাদের মধ্যে স্বল্পসংখ্যককেই জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনও কিছু জীবিত মানুষ উদ্ধার করা যাচ্ছে। তবে বহু লোক এখনও নিখোঁজ রয়েছেন, যাদের জীবিত ফিরে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫