তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে কবলিত আবাসিক ভবন। ছবি: সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি তুরস্ক-সিরিয়া। দেশ দুটিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে। শুধুমাত্র তুরস্কেই নিহত হয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৯১৪ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারির ৭.৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় আঘাত হানে। তার কিছুক্ষণ পরেই ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। পরিমাপ করা হয়েছিল। এএফএডি অনুসারে, এই অঞ্চলটিতে তখন থেকে ৯ হাজারেরও বেশি আফটারশকে দ্বারা কেঁপে উঠেছে।
স্বেচ্ছাসেবক ২ লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী তুরস্কের ১১টি ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশে এখনও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে জীবিতদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।
শুধুমাত্র তুরস্কের দুর্যোগ এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তুর্কি সরকার জানিয়েছে, ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়েছে। প্রায় ১৯ লাখ মানুষ বেশি লোক অস্থায়ী আশ্রয় বা হোটেলে আশ্রয় নিয়েছে।
তুরস্কের প্রায় ২ কোটি মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতিসংঘের অনুমান করছে সিরিয়ায় প্রায় ৪৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটিতে গৃহযুদ্ধের কারণে ইতোমধ্যেই মধ্যেই অনিশ্চিত পরিস্থিতিতে বসবাস করছেন কয়েক লাখ মানুষ।